এই বুকেতে নাই তুমি
ফেসবুকে আছো।
দু:খের সাগরে ভাসিয়ে আমায়
সুখের গঙ্গায় ভাসো।
অন্য সবাইকে লাইক দাও
ট্যাগ করো আমায়,
তোমার সুখের ছবি গুলো
দেখতে বলো আমায়।
অনেক ভুল করেছি আমি
ভালোবেসে তোমায়,
তোমার কিছুই হয়নি তাতে
জীবন আমার কোমায়।
একটাও লাইক দাওনি তুমি
দু:খ আমার চিরদিন।
জানি একদিন দিবে লাইক
দুর, বুহদুরে যাবো যেদিন।
ফেসবুকে আছো।
দু:খের সাগরে ভাসিয়ে আমায়
সুখের গঙ্গায় ভাসো।
অন্য সবাইকে লাইক দাও
ট্যাগ করো আমায়,
তোমার সুখের ছবি গুলো
দেখতে বলো আমায়।
অনেক ভুল করেছি আমি
ভালোবেসে তোমায়,
তোমার কিছুই হয়নি তাতে
জীবন আমার কোমায়।
একটাও লাইক দাওনি তুমি
দু:খ আমার চিরদিন।
জানি একদিন দিবে লাইক
দুর, বুহদুরে যাবো যেদিন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন