চলুন আবেদনময়ী নারীর তালিকা- নাম ও ছবি দেখে নেয়া যাক:
সম্প্রতি প্রকাশ করা হল ২০১৫ সালের সেরা ১০ জন আবেদনময়ী নারীর তালিকা যেখানে বলিউড, হলিউড থেকে শুরু করে রয়েছে রাশিয়ান, তুর্কি, ইতালী, পাকিস্তানসহ আরো কয়েকটি দেশের নায়িকা, মডেল ও সুন্দরীরা। একবার চিন্তা করুনতো এ তালিকায় কে কে থাকতে পারে । এবার মিলিয়ে নিন আপনার পছন্দের সাথে কয়টা মিলল।
মেগান ফক্স
১০ নং : হলিউডের মেগান ফক্স এই তালিকার সর্বশেষ অর্থাৎ ১০ম স্থানে ঠাই পেয়েছে। মাক্সিম, রোলিং স্টোন এবং এফএইচএম এর মতো সব ম্যাগাজিনের কভার ফটোতে স্থান নিয়ে থাকে। অনেকে তাকে মডার্ন সেক্স সিম্বল বলে অবিহিত করে ।
স্কারলেট জোহানসনের
৯ নং : হলিউডের মোস্ট সেক্সিয়েস্ট ওমেন বলে খ্যাত স্কারলেট জোহানসনের অবস্থান নবম। তিনি একাধারে সংগীত শিল্পী ও মডেল হিসেবে কাজ করে থাকেন। তিনি যথেষ্ট সুন্দরী নায়িকা।
সারা লরন
৮ নং : ফ্রাইডে নাইট লাইটস সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করা নায়িকা আজ নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন।
চার্লিজ থেরন
৭ নং : দক্ষিণ আফ্রিকা এবং অ্যামেরিকান মডেল কন্যা চার্লিজ থেরন মনস্টার সিনেমাতে ব্যাপক প্রশংসা পেয়েছিল এবং সেই থেকেই সামনে চলা।
৬ নং : আলোচিত এই আবেদনময়ী নামেন তালিকায় জার্মান/তুর্কি নারীরাও উঠে এসেছেন অনেককে পেছনে ফেলে ।
ইরিনা শায়েক
৫ নং: রাশিয়ার মোস্ট হটেস্ট মডেল কন্যা ও অভিনেত্রী ইরিনা শায়েক ৫ম স্থানে শক্তভাবে রয়েছেন
ঐশ্বরিয়া রাই
৪ নং: গত কান চলচিত্রে আবেদনময়ী পোশাক পড়ে গিয়ে আবারো আলোচনায় চলে আসলেন সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই। তিনি ৪র্থ অবস্থানে রয়েছেন।
অ্যাঞ্জেলিনা জোলি
৩ নং: হলিউডের সুপার ডুপার হিট নায়িকা অ্যাঞ্জেলিনা জোলি এই তালিকার ৩য় অবস্থানে রয়েছে। তার ঠোটের জন্য সবসময়ই তিনি নানা মহলে বিশেষ প্রশংসায় ভুষিত হন।
কেট আপ্টন
২ নং : কেট আপ্টন হলেন এই তালিকার ২য় তম। তিনি অনেককে পেছনে ফেলে এই অবস্থান পেয়েছেন।
মনিকা বেলুচি
১ম : রয়েছেন ইতালিয়ান ফ্যাশন/অভিনেত্রী মডেল মনিকা বেলুচি সবাইকে পিছনে ফেলে নিজের জায়গা করে নিয়েছেন সবার উপরে। তিনি দখল করেছেন প্রথম অবস্থান।
পাকিস্তানী হটেস্ট মডেল সারা লরেন কোন অবস্থান না পেলেও বলা হয়েছে তিনি প্রচুর সংখ্যক ভোট পেয়েছেন। পেয়েছেন অনেক সমর্থনও। সমগ্র বিশ্বের সুন্দরীরা নিজেদের নাম যুক্ত করার জন্য আবেদন করে থাকে।
সুত্রঃ অনলাইন24.কম.
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন